
গাইবান্ধার সুন্দরগন্জ থানার বামনডাঙ্গা পুলিশ ফাড়ির শহীদ পুলিশ সদস্যদের স্মৃতি সম্ভে আজ বুধবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান ২৮ ফেব্রুয়ারী ২০১৩ সাল, জামাত বি এন পি এর সন্ত্রাসের বিরুদ্দে বামনডাংগার যে সব পুলিশ প্রতিরোধ করে জীবন দান করেন, সেই বীর সহীদ এর প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা। আল্লাহ এই বীর সন্তান দের বেহেস্ত দান করুন। তোমাদের রক্তের কসম, ২০১৩/১০১৪ আগুন সন্ত্রাস, জালও, পোরাও বাংলার মাটিতে হতে দেয়া হবে না। মহান আল্লাহ আমদের সহায় হোন। আমিন।