
গাইবান্ধার দারিয়াপুরে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
বৃহস্পতিবার বিকেল ৫টায় দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক সভা উদযাপন কমিটির আয়োজনে শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কোরান তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোকসভা উদযাপন কমিটির আহবাযক় তৌহিদুল হাসান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম কোট, জেলা কৃষি বিষয়ক সম্পাদক এ্যাড. মহিবুল হক মোহন, জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা আ.লীগের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা যুবলীগের সভাপতি শহিদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।