
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় মঞ্জু মিয়া (৪০) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক (জেএসএস এমএন লারমা) কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার পোমাং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু উপজেলার বাবুছড়া এলাকার মৃত মোস্তাফিছুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন জানান, মঞ্জু মিয়াসহ বন্ধুরা পোমাং পাড়া প্রাথমিক স্কুল মাঠে বসে তাস খেলছিল। এ সময় প্রসিত খীসার নেতৃত্বাধীন প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র সন্ত্রাসীরা মঞ্জু মিয়াকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।