
এশিয়ান গেমসের হকিতে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ হকি দল। তবে এশিয়ান গেমস হকির চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রবিবারের এই জয়ে এশিয়ান গেমসে অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত হলো বাংলাদেশের।
আগে থেকেই জানা ছিল থাইল্যান্ডকে হারালে আসরে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারবে বাংলাদেশ। আর সেটি পারলে অন্তত ষষ্ঠ হলেও পরের এশিয়ান গেমসের জন্য আর বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশ দলকে।
এর আগে মাত্র একবারই এশিয়াড হকিতে ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। সেটিও ১৯৭৮ সালে। গত আসরে অস্টম হওয়া বাংলাদেশ অন্তত এবার নিজেদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হল।
গ্রুপে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার। প্রতিপক্ষ পাকিস্তান। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।
এদিন গোবিনাথান কৃষ্ণমুর্তি শিষ্যরা প্রথম দুই কোয়ার্টারে গোলের দেখা পায়নি। তবে তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন আশরাফুল ইসলাম। ৫ মিনিট পর আশরাফুলের স্ট্রিকেই দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। এবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন এই তারকা।
শেষ কোয়ার্টারে ম্যাচের ৪৭ মিনিটে একটি গোল পরিশোধ করে থাইল্যান্ড। ৫৪ মিনিটে মিলন হোসেন ফিল্ড গোল থেকে ৩-১ এ লিড এনে দেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত সেই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।