
শনিবার সুইস আল্পসে একঘন্টার মধ্যেই পর পর ভেঙে পড়ল দুটি বিমান। নিহতের সংখ্যা মোট ২৩ জঙ্গলের মধ্যে একটি ছোট বিমান ভেঙে পড়ে, এতে একই পরিবারের ৪জন প্রাণ হারায়।
স্থানীয় সূত্রের খবর, পরের বিমানে যাত্রী সংখ্যা ছিল ১৭, সঙ্গে দুজন পাইলট। ট্যুইটারে পুলিশ জানিয়েছে, পাঁচটি হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
পিজ সেগনাসের পশ্চিমে এই দূর্ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ পত্রের খবর অনুযায়ী, বিমানে থাকা সব যাত্রীরাই প্রাণ হারায়।