
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আফতাব আহমেদ হত্যা মামলায় বিএনপির সাবেক এমপি মফিকুল ইসলাম তৃপ্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিভাগের কোতোয়ালি ইউনিট তৃপ্তিকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) এনামুল কবির।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে শিক্ষকদের আবাসিক ভবনে একদল দুর্বৃত্ত ঢুকে ড্রয়িংরুমে গুলি করে ভিসি ড. আফতাব আহমেদকে হত্যা করে। ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে মামলাটি পুলিশ ও ডিবি পুলিশের হাত ঘুরে সিআইডিতে হস্তান্তর করা হয়।
মফিকুল ইসলাম তৃপ্তি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-বেনাপোল) আসনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।সূত্র-আরটিএনএন