
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোংরামি ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গির নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে দেশটির শত শত গণমাধ্যম যুদ্ধ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার বোস্টন গ্লোব এর প্রতিবেদনে ট্রাম্পবিরোধী যুদ্ধের আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়েই ট্রাম্পের বিরুদ্ধে শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রের প্রায় শতাধিক শীর্ষ মিডিয়া। একইসঙ্গে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোও ট্রাম্পবিরোধিতায় যুক্ত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্পবিরোধী এ যুদ্ধ ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রায় ৩৫০ পত্রিকা একযোগে শিরোনাম করেছে।
এ নিয়ে বৃহস্পতিবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, নিউইয়র্ক টাইমস, ইন্ডিয়া টাইমস, সিএনবিসি, প্রেস টিভি ও বোস্টন গ্লোব সহ শত শত পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে।