
ইতিহাসকে আরো সমৃদ্ধ করার প্রত্যয় ছিল ফুটবলারদের কণ্ঠে। গ্রুপ পর্ব পেরিয়ে এশিয়ান গেমসের শেষ ষোলোতে জায়গা করে নিয়ে আগেই নতুন এক ইতিহাস লিখেছিল বাংলাদেশ। আগে যে কখনোই এশিয়াডের দ্বিতীয় পর্বে খেলা হয়নি লাল-সবুজের দেশের। প্রথমবার শেষ ষোলোতে খেলতে নেমে বুক কাঁপেনি জামাল ভূইয়াদের।
প্রতিপক্ষ শক্তিধর উত্তর কোরিয়া জেনেও কোয়ার্টারের স্বপ্ন বুনেছিল জেমি ডের শিষ্যরা। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। উত্তর কোরিয়ার কাছে শুক্রবার ৩-১ গোলে হেরে শেষ ষোলোতেই থেমেছে বাংলাদেশ দলের স্বপ্ন যাত্রা।
ইন্দোনেশিয়ার সিকারাংয়ের ওয়াইবাওয়া মুকতি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হয় দুই দল। খেলার প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করে খেলে ২-০ গোলের লিড নিয়ে নেয় উত্তর কোরিয়া। বিরতির পর বেশ লড়াকু চিত্র ফুটে উঠে বাংলাদেশি ফুটবলারদের মধ্যে।
উত্তর কোরিয়া অবশ্য ৩-০ গোলের লিড নিয়ে নেয় এর মাঝেই। ৯০ মিনিটে বাংলাদেশ একটি গোল পরিশোধ করে। বাংলাদেশি ফরোয়ার্ডরা বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে ফলাফল অবশ্য অন্যরকমও হতে পারতো।