
ঈদে ঘরে মানুষের যাত্রা নিরাপদ করতে গাইবান্ধা জেলার ঢাকা- রংপুর মহাসড়কে থ্রিহুইলার যান বাহন চলাচল বন্ধ করেছে পুলিশ
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ উপজেলার ভিতরে মহাসড়কের উপরে সকল প্রকার থ্রিহুইলার ও ব্যাটারি চালিত যান চলাচল বন্ধ করেছে পুলিশ।
জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার প্রকৌশীল আব্দুল মান্নান মিয়ার নির্দেশে জেলার এ তিনটি উপজেলার মহাসড়কে পাশে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে দূর্ঘটনা রোধে সার্বক্ষিণক নিয়োজিত আছে পুলিশ কর্মকর্তারাসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।