
বগুড়া জেলার সমস্ত পুলিশ ক্ষুদে আন্দোলনকারীদের সঙ্গে “নিরাপদ সড়ক চাই” শ্লোগানে বগুড়ার সাতমাথা কেঁপে তুলে ছিল।
তাদের কথা –
যারা সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, তারা কারো না, কারো আত্মীয়, আমাদের আপনজন। আমাদের সবার জন্য নিরাপদ সড়ক চাই।
শিক্ষার্থীদের ৯দফার সঙ্গে তারা একমত। শিক্ষার্থীদের সঙ্গে সেল্ফি তুলে আরো অনুপ্রেরণা দিলো।
বগুড়া জেলার সমস্ত পুলিশ সদস্য। পুলিশ এর এই ইতিবাচক দৃষ্টি ভঙ্গির ছবি ও খুদে সংবাদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হওয়ায় অন্যান্য পুলিশদের এই বিষয় টি অনুপ্রেরণা হবে বলে অনেকেই মনে করেন।

উল্লেখ্য বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশের ন্যায় বগুড়াতে ও বিক্ষোভে অংশ নেয় স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা