
ঈদ উপলক্ষে ইউটিউবে উন্মুক্ত হল জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ‘দিল দিওয়ানা’ গানের ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
‘নাক গলাতে চাই না মেয়ে মন গলাতে চাই/ আমি শুধু তোমার মতো একটা তুমি চাই..’ এমন কথার গানটি লিখেছেন নীহার আহমেদ। প্লাবন কোরেশীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।
আসিফ আকবর বলেন, “সমালোচকদের চেয়ে আমি বরাবরই বিনোদনপ্রিয় শ্রোতাদের প্রাধান্য দেই। এই গানে শ্রোতারা সেই মজাটা পাবেন। ভিডিওটি দারুণ হয়েছে। আমার কাছে যেহেতু ভালো লেগেছে, দর্শকদেরও মন্দ লাগবে না।”
সম্প্রতি সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির ভিডিও মুক্তি পেয়েছে। এতে মডেল হয়েছেন সুপ্ত, তাহি ও একদল নৃত্যশিল্পী।
**ভিডিও…