
‘ছাত্ররা তেমন কোনও আন্দোলনই করতে পারেনি। এতেই বিচলিত হওয়ার কিছু নেই।’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে মন্ত্রিসভার সদস্যদের দুর্বল চিত্তের বলেও তকমা দিয়েছেন তিনি।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্র জানায়, চলমান ছাত্র আন্দোলনে দেশ অনেকটা স্থবির হয়ে পড়েছিল, একাধিক মন্ত্রীর এমন বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, ‘আমি অবাক হচ্ছি, আমার সঙ্গে এত দুর্বল চিত্তের মন্ত্রীরা কাজ করছেন।’
বৈঠক সূত্র আরও জানায়, শেখ হাসিনা বলেছেন, ছাত্রদের আন্দোলন এমন কিছু হয়নি। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আন্দোলনতো ওরা করেনি।
তিনি বলেন, কেউ হামলা করলে, আমরা কী চুমু খাবো এটি একটি কথার কথা। তবে বুঝতে হবে কোথায় কাদের সামনে আমরা সে কথাটি বলছি।
সূত্র জানায়, ‘উল্টোপথে মন্ত্রীদের গাড়ি একটা লজ্জার বিষয়। মন্ত্রীদের এ কাজটি করা উচিত নয়।’ এমন মন্তব্যও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে পাঁচ বছর সর্বোচ্চ সাজার বিধান রেখে সড়ক পরিবহন আইন-২০১৮ ‘র চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।সূত্র-আরটিএনএন