
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ সারা দেশে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ শিরোনামে গান করলেন উদীয়মান গায়ক ও সঙ্গীত পরিচালক সালসাবিল জন।
গানটির কথা,সুর, কণ্ঠ ও সঙ্গীত শিল্পী নিজেই করেছেন। জে রেকর্ডস থেকে গানটি প্রকাশিত হয়েছে সম্প্রতি। গানটি সবগুলো মোবাইল আপস এ শ্রোতারা শুনতে পারবেন।
এটাই প্রথম নয়, এর আগে ফেলানি হত্যা, তনু হত্যা, রোহিঙ্গা-ইসরাইল-ফিলিস্থিনি বিষয়সহ সমসাময়িক বিষয় নিয়ে গান করেছেন সালসাবিল জন।
এ প্রসঙ্গে শিল্পী জন বলেন, ‘বর্তমানে ‘নিরাপদ সড়ক চাই’ এর যে আন্দোলন চলছে তা সবার জন্যই। একজন গানের মানুষ হিসেবে আমি সবার সুরে সুর মিলিয়ে এই গানটি করেছি আমার দায়বদ্ধতার জায়গা থেকে। আন্দোলন সফল হোক সুন্দরভাবে এই কামনা করি।’