
অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের দ্রুত বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ে আজ বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের কাছে হস্তান্তর করা হয়।
বিক্ষোভ মিছিলটি ভিএইড রোড কালিবাড়ি মন্দির চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে বিক্ষোভকারিরা অবস্থান কর্মসূচী পালন করে।
এসময় সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক রণজিত বকসী সুর্য্য, সহ-সভাপতি দীপক কুমার পাল, সদর থানা শাখার সভাপতি মাখন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, সুজন প্রসাদ, রকি দেব, গৌতম কুমার চন্দ্র, প্রভাত অধিকারী, নিমাই ভট্টাচার্য প্রমুখ।