
তুরস্কে চার দিনব্যাপী ঈদ আল-আজহার উৎসবের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান তার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, তুরস্ককে মুদ্রা সঙ্কটে ফেলার মূল উদ্দেশ্য হচ্ছে তুর্কি জাতিকে তাদের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা।
এরদোগান আরো বলেন, তুরস্কের অর্থনীতির ওপর আক্রমণ আর তার দেশের পতাকার ওপর আক্রমণ একই কথা।
এরদোগানের দেশটির অর্থনীতির ওপর প্রভাব এবং যুক্তরাষ্ট্রের সাথে দেশটির চলমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে তুর্কি অর্থনীতি নিয়ে অনেকেই ভীত হয়ে আছেন। এর ফলে তুরস্কের মুদ্রা লিরা চলতি বছরে ডলারের বিপরীতে প্রায় ৪০ শতাংশ মূল্য হারিয়েছে।
‘আমাদের অর্থনীতির ওপর আক্রমণ করা আমাদের পতাকা এবং আমরা যেভাবে প্রার্থনা করি তার ওপর আক্রমণ করার সামিল। তাদের উদ্দেশ্য আসলে একই। তাদের উদ্দেশ্য হচ্ছে তুর্কি জাতিকে তাদের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা এবং তুরস্কে আটক তাদের বান্ধবীকে ছিনিয়ে নেয়া।’-এরদোগান টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটি বলেন।
তিনি আরো বলেন, ‘যারা চিন্তা করেছিল তুরস্ককে বিনিময়ের হারের মাধ্যমে পতন ঘটাবে তারা শীগ্রই দেখতে পাবে যে তারা কত বড় ভুল করেছে।’
তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তিনি এর আগে তার দেশের মুদ্রার ওপর আক্রমণের জন্য ‘সুদের হারের দালাল’ এরকম শব্দ ব্যবহার করে পশ্চিমা এবং যুক্তরাষ্ট্রকে বোঝাতে চেয়েছেন।
এদিকে সম্প্রতি তুরস্কের রাজধানীতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে গাড়ি থেকে গুলি বর্ষণ করা হয়. তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার তুরস্কের একটি আদালত যুক্তরাষ্ট্রের যাজক এন্ড্রু ব্রানসনকে মুক্তি দেয়ার জন্য তার আইনজীবীর করা আপিল খারিজ করে দেয়। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ব্রানসনের বিষয়টি নিয়ে হাত গুটিয়ে বসে থাকবে না।
এন্ড্রু ব্রানসন তুরস্কে বসবাসরত একজন খ্রিস্টান ধর্ম যাজক যিনি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যরোলিনা রাজ্য থেকে তুরস্কে এসেছিলেন এবং দেশটিতে দুই দশকেরও অধিক সময় ধরে বসবাসরত আছেন। তাকে তুরস্ক সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী সন্ত্রাসীদের সাথে যোগাযোগের দায়ে আটক রেখেছে।
চলতি সপ্তাহে লিরার মূল্য ডলারের তুলনায় ৬.০৯০০ শতাংশে উন্নীত হয় এবং গত শুক্রবার এর ডলারের বিপরীতে ৬.০১০০ শতাংশ মূল্য হারায়।