
সংশোধন ও পুনর্বাসন সমিতি গাইবান্ধা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিগত বছরের ব্যয় অনুমোদন এবং কারাগারে অপরাধীদের কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে রয়েছে- জেলা কারাগারের অপরাধীদের জন্য ক্রীড়া সরঞ্জাম বিতরণ, বুটিক ব্লক, স্বতরঞ্জি তৈরীসহ নানা হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদান অন্যান্য কারিগরি প্রশিক্ষণ কর্মসূচী চালু করার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া পূর্বতন কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় ১৩ সদস্য বিশিষ্ট একটি নুতন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হচ্ছেন- পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পদাধিকার বলে সহ-সভাপতি মো. জেলা সমাজ বিভাগের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক, পিপি জজকোর্ট শফিকুল ইসলাম, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মাহবুবুল আলম, পদাধিকার বলে সাধারণ সম্পাদক প্রবেশন অফিসার নাসির উদ্দিন শাহ্, সহ-সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, আইন সহায়তা সম্পাদক পদাধিকার বলে জেলা বার সভাপতি ফারুক আহম্মেদ প্রিন্স, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক মন্ডল, নির্বাহী সদস্য শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, ডাঃ মো. শহিদুজ্জামান হারুন, আব্দুল লতিফ হক্কানী, গোবিন্দলাল দাস, রাসেল আহম্মেদ লিটন, আব্দুস সালাম, বেগম আফরোজা বানু শিখা।