
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ উপলক্ষ্যে ২৭ জুলাই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জুর সম্পাদনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওযামীলীগের সভাপতি এ্যাড.সৈয়দ শামস উল আলম হিরু। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোফাজ্জল হোসেন টুলু,শহর শাখার সভাপতি রহিদ হাসান রিটু,জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুল লতিফ আকন্দ,তাতীলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ।
এরআগে প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয় এবং উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।