
ঘৃণা অপরাধের লক্ষণগুলি চিহ্নিত করতে মানুষদের সহায়তার জন্য যুক্তরাজ্যের লিডসের একটি দাতব্য প্রতিষ্ঠান তার কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪/১৫ সাল থেকে ২০১৭/১৮ সালের মধ্যে ওয়েস্ট ইয়র্কশায়ারজুড়ে ঘৃণ্য অপরাধের ঘটনার ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে এসব ঘৃণা অপরাধের ঘটনা ২৫৬ থেকে ৯১৫’তে বৃদ্ধি পেয়েছে।
‘ইউনাইটেড রেসপন্স’ নামের ওই দাতব্য সংস্থাটি এখন এবিষয়ে পুলিশের সঙ্গে কাজ করছে। তাদের উদ্দেশ্য- লোকেরা যাতে সহজেই ঘৃণা অপরাধগুলি সনাক্ত করতে পারে এবং এসব ঘটনায় কিভাবে রিপোর্ট করতে পারে, সেব্যাপারে জনগণকে সচেতন করা।
তিনি বলেন, এব্যাপারে ইউনাইটেড রেসপন্সের কর্মীদের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডাউন সিন্ড্রোম এবং অটিজম সহ শারীরিক ও শিক্ষাগ্রহণে অক্ষম মানুষের নিয়ে ইউনাইটেড রেসপন্স কাজ করছে।
ইয়র্কশায়ারে দাতব্য সংস্থটির শিক্ষার উন্নয়ন বিষয়ক ব্যবস্থাপক জো সিল্কস্টোন বলেন, ‘এই দুঃখজনক পরিসংখ্যানটি প্রকাশ করে যে এখানে এমন কিছু লোক রয়েছে যারা সমাজের সবচেয়ে দুর্বল লোকেদের ক্ষতি করতে চায়।’
তিনি বলেন, ‘যারা এই ধরনের ভয়ঙ্কর অপব্যবহার এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে, তাদের ক্ষমতায়নের জন্য আমাদের প্রয়োজনীয় সব কিছু অবশ্যই করতে হবে।’
সূত্র: বিবিসি