
হঠাৎ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে বৈঠক করেন।
সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে ওবায়দুল কাদের সিপিবি কার্যালয়ে যান। এই নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গণে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কোটা আন্দোলন, আগামী নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক জোট নিয়ে তাদের আলোচনা হয়েছে বলে দুই দলের রাজনৈতিক সূত্র জানিয়েছে।
সিপিবির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরের আগমন অনির্ধারিত। এটাকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছে সিপিবি। তবে সম্প্রতি আটটি বাম দল নিয়ে একটি জোট করেছে সিপিবি। তাই প্রেক্ষাপট ভিন্নও হতে পারে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও নির্বাচনী মহাজোট বৃদ্ধির তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। এমনকি বিএনপি না এলেও যত সম্ভব বেশি রাজনৈতিক দলকে নির্বাচনে নিয়ে আসারও তৎপরতা আছে সরকারি দলের নীতিনির্ধারকদের মধ্যে। এরই অংশ হিসেবে সম্প্রতি আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে বিএনপির সাবেক মন্ত্রী নাজমুল হুদার বিএনএসহ নয়টি কম পরিচিত রাজনৈতিক দল বৈঠক করে।
এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি সিপিবি। নির্বাচনের আগে গণভবনে সিপিবির সঙ্গে বৈঠক করে তাদের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু বিএনপিসহ বিরোধী দলবিহীন ওই নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করে সিপিবি। এবার সম্প্রতি আটটি বাম দল নিয়ে একটি জোট করেছে সিপিবি।