1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে পলাশবাড়ীতে ৭১ কেন্দ্রের মধ্যে ১০টি ঝুঁকিপূর্ণ, প্রস্তুত পুলিশ প্রশাসন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে সেবা বন্ধ, ভোগান্তিতে দরিদ্র রোগীরা কালোবাজারে পাচারকালে গাইবান্ধায় ভর্তুকিপ্রাপ্ত ২০০ বস্তা ইউরিয়া সার জব্দ, জরিমানা ২০ হাজার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক সেলিম আর নেই সাদুল্লাপুরে জামিনে এসে বাদী পরিবারে হামলা-অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-সেনাবাহিনী-ফায়ার সার্ভিস কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রের অঙ্গীকার করলেন এটিএম আজহারুল ইসলাম স্পেনে বেকারত্ব নেমেছে ১০ শতাংশের নিচে রংপুরে খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু নির্বাচনে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে: সেনাবাহিনী প্রধান অন্ধকার কাটছে আলোয়, নিরাপত্তা বাড়ছে প্রযুক্তিতে। পলাশবাড়ী পৌরসভায় সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম জোরদার

স্বর্ণ কেলেঙ্কারি: ‘ক্লারিক্যাল মিসটেক’ না সংঘবদ্ধ চক্র

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

রিজার্ভ চুরির পর এবার বাংলাদেশ ব্যাংক সমালোচনার মুখে পড়েছে ভল্টে রাখা স্বর্ণের হেরফের নিয়ে৷ চাকতিকে শতকরা ৮০ ভাগ সোনা ৪০ ভাগ হয়ে যাওয়া বা ২২ ক্যারেটের সোনা ১৮ ক্যারেট হওয়া নিয়ে চলছে বিতর্ক৷

বিষয়টি নিয়ে প্রতিবেদন দিয়েছে সরকারেরই আরেকটি সংস্থা৷ সরকারের শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রতিবেদনের বলা হয়েছে, ভল্টে জমা রাখা ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার চাকতি ও আংটি মিশ্র বা শংকর ধাতু হয়ে গেছে৷ সেখানে শতকরা ৮০ ভাগ স্বর্ণ ছিল৷ পরে সেখানে শতকরা ৪০ ভাগ স্বর্ণ পাওয়া গেছে৷ এছাড়া ২২ ক্যারেট সোনা হয়ে গেছে ১৮ ক্যারেট!

২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ভল্টে অনুসন্ধান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর৷ দৈবচয়ন ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি সোনা পরীক্ষা করে বেশিরভাগ ক্ষেত্রেই এই অনিয়ম পাওয়া যায়৷ প্রতিবেদনটি জাতীয় রাজস্ব বোর্ড হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে৷

মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে, ‘শুল্ক গোয়েন্দা বিভাগের দেয়া সোনা জমা রাখার সময় খাঁটি সোনা ৪০ শতাংশই ছিল৷ কিন্তু ইংরেজি বাংলার হেরফেরে সেটা ৮০ শতাংশ লিখে ভুলবশত নথিভুক্ত করা হয়৷ বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত শখ জুয়েলার্সের স্বর্ণকার গিয়াসউদ্দিন এই ভুলটি করেছিলেন৷ চাকতিতে ইংরেজিতে ৪০ শতাংশ সোনা লেখা ছিল৷ কিন্তু এটা ভুলে ৮০ লেখা হয়েছিল৷ এটা ‘ক্লারিক্যাল মিসটেক’৷

বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অফিসার আওলাদ হোসেন চৌধুরী ২২ ক্যারেটের জায়গায় ১৮ ক্যারেট হওয়ার বিষয়টির ব্যাপারে বলেন, ‘দু’টি ভিন্ন যন্ত্রে পরিমাপের কারণে এ রকম হয়েছে৷ শুল্ক গোয়েন্দারা যখন সোনা জমা রাখেন, তখন হয়ত তাদের মেশিনে ২২ ক্যারেট দেখিয়েছিল, কিন্তু আমাদের মেশিনে সেটি ১৮ ক্যারেটই হয়েছিল’৷

এদিকে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বুধবার সচিবালয়ে এক জরুরি বৈঠক শেষে বলেন,‘জনগণের সম্পদ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের সামান্য গাফিলতি পেলে সে দায় সরকারের৷ বিষয়টিকে ছোট করে দেখছি না৷ সামান্য ফাঁকফোকড় দিয়ে বড় ঘটনা ঘটতে পারে৷ এতে ব্যাংকের কারও গাফিলতি পেলে সে দায় সরকারকে নিতে হবে’৷

তিনি আরো বলেন, ‘সব সোনা ঠিক আছে, ঘরেই আছে৷ এ সম্পর্কে পরিষ্কার হয়ে গেছি৷ যে পরিমাণের কথা বলা হয়েছে, ৯৬৩ কেজি নাকি – তা মোটেই ঠিক নয়৷জনগণ বা যে কোনো সংস্থায় গিয়ে দেখতে পারে৷ বাংলাদেশ ব্যাংকের দরজা খোলা আছে৷ ৪০ আর ৮০ নিয়ে ভুল হতেই পারে৷ আগে সোনা মাপা হতো মান্ধাতা আমলের নিক্তি দিয়ে৷ এখন আধুনিক পরিমাপক দিয়ে মাপা হয়৷ তাতে দশমিক ০০০০১ কম-বেশি হয়’৷

এদিকে এই ঘটনায় নাম আসা বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত স্বর্ণকার ও শখ জুয়েলার্সের মালিক গিয়াসউদ্দিন ডয়চে ভেলের কাছে দাবি করেন, ‘চাকতিতে কী পরিমাণ সোনা আছে তা লেখার দায়িত্ব আমার ছিল না৷ আমি সেটা লিখিও না৷ সোনা ওজন করার জন্য বাংলাদেশ ব্যাংকের অত্যাধুনিক মেশিন আছে৷ ওই মেশিন বাতাসের চাপও আলদা করতে পারে৷ আমার নাম বলা হলেও আমি সোনা পরিমাপ করি নাই৷ আমি শুধু সোনার গুণাগুণ পরীক্ষা করেছি৷ আমরা কস্টি পাথর দিয়ে প্রচলিতভাবে সোনা পরীক্ষা করি৷ আমাদের পরীক্ষায় ১৮ ক্যারেটের সোনা পাই৷ আধুনিক মেশিন নিয়ে পরীক্ষা করলে সামান্য হেরফের হতে পারে৷ তবে ২২ ক্যারেটের সোনা ১৮ ক্যারেট হবে, এটা অসম্ভব৷ এত হেরফের সম্ভব নয়৷ ২২ ক্যারেট বড়জোড় ২১ ক্যারেট হতে পারে’৷

মানবজাতির ইতিহাসে বিশ্বজুড়েই ঝিনুকের খোলস মুদ্রা হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়৷ শুধু খাবার বা অন্য দ্রব্য নয়, সেবার বিনিময়েও দেয়া হতো ঝিনুক৷ এই মুদ্রার সবচেয়ে বেশি ব্যবহার দেখা যেতো আফ্রিকা, ইউরোপ ও এশিয়ায়৷

তিনি আরো বলেন, ‘আমাকে গত জানুয়ারি মাসে এ নিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদও করেছেন৷ আমি তাদের এ সব কথাই জানিয়েছি’৷

২০১৩ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত এই স্বর্ণপরীক্ষক বলেন, ‘আদালতের নির্দেশে চোরাচালানসহ বিভিন্ন কারণে আটক সোনা বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়৷ আবার আদালতের নির্দেশে মালিককে ফিরিয়ে দেয়া হয় বা নিলাম করা হয়’৷

শুল্ক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকে জমা রাখা ২২ ক্যারেটের অধিকাংশ সোনাই ১৮ ক্যারেট দেখানো হয়েছে,৷

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নিবার্হী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে আরো একটি ন্যাক্কারজনক ঘটনা প্রকাশ পেল৷ আর সরকারেরই আরেকটি সংস্থা শুল্ক গোয়েন্দা অধিদপ্তর তদন্ত করে এই কেলেঙ্কারির ঘটনা উদঘাটন করেছে৷ কিন্তু এরপর আমরা দেখছি অস্বীকার করার প্রবণতা৷ বাংলাদেশ ব্যাংক অস্বীকার করছে৷ আমরা আগে দেখেছি সরকারি প্রতিষ্ঠান সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অস্বীকার করে৷ কিন্তু এবার সরকারের একটি প্রতিষ্ঠানের তদন্ত প্রতিবেদন আরেকটি প্রতিষ্ঠান প্রত্যাখ্যান করছে, যা দুঃখজনক’৷

তার কথায়, ‘অস্বীকার না করে সরকারের উচিত হবে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে স্বর্ণ নিয়ে বাংলাদেশ ব্যাংকে আসলে কী ঘটেছে, তা বের করে প্রকৃত অবস্থা তুলে ধরা৷ এরইমধ্যে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে৷ নতুন করে কোনো আস্থাহীনতা তৈরি করা ঠিক হবে না৷ তাই যা ঘটেছে তা প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন’৷

সূত্র: ডয়চে ভেলে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft