
ওলামা লীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে ২৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ। মোশারফ হোসেন রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকার মৃত আশরাফুলার ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকা থেকে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।