
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২ লিটার মদসহ মাদক ব্যবসায়ি ইউপি সদস্য সাজু মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। এসময় আলতাব হোসেন খুশি (৩৩) নামে অপর এক ইউপি সদস্য পালিয়ে যান।
গতকাল শনিবার রাতে শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে পুলিশ তাকে আটক করেন। সাজু মিয়া উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের ২নং (ধর্মপুর কলাবাড়িয়া) ওয়ার্ডের ইউপি সদস্য ও মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং পলাতক আলতাব হোসেন খুশি ৮নং (চাপড়া) ওয়ার্ডের ইউপি সদস্য ও মৃত আইন উদ্দিন মাষ্টারের ছেলে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম সোবহান মদসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ইউপি সদস্য সাজু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক ইউপি সদস্য আলতাব হোসেন খুশির নামেও মামলা দায়ের করা হয়েছে।