
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারীর আহবানে সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মাস্টারপাড়াস্থ তার গ্রামের বাড়িতে উপজেলা আ.লীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আফরুজা বারী, যুগ্ন আহবায়ক ও পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, গোলাম কবির মুকুল, প্রভাষক মেহেদী হাসান রাসেলসহ উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।