
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ বালুর ব্যবসা। পরে ভেকুর চাপায় পুকুর মালিক আঃ রহিম মিয়া নিহত। নিহতের ঘটনা রোববার সন্ধা ৬টার দিকে ঘটেছে। এ ঘটনায় বালু ব্যবসায়ি মহাম্মদ আলী কে আটক করেছে পুলিশ।
নিহত আঃ রহিম মিয়া উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের মৃত আলহাজ্ব আঃ রাজ্জাক ইয়াজু খালাসীর ছেলে ও আটক মহাম্মদ আলী কেলে একই ইউনিয়নের মনিরাম (গাজীর মোড়) গ্রামের মৃত আঃ মান্নান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালু ব্যবসায়ি মহাম্মদ আলী কেলে আঃ রহিম মিয়ার পুকুর থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। ঘটনার দিন বালু তোলা সম্পন্ন হয়। পূর্বের কথা ঠিক না রাখায় পুকুর মালিকের সাথে বালু ব্যবসায়ি ও ভেকুর মালিক জাকির হোসেনের বাক-বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায় ভেকুর দিয়ে চাপ দিলে পুকুর মালিক আঃ রহিম মিয়া মাটিতে পরে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ সময় উত্তেজিত জনতা বালু ব্যবসায়ি মহাম্মদ আলী কেলেকে আটক করে পুলিশে দেয় এবং ভেকুর মালিক জাকির হোসেন পালিয়ে যায়।