
মধ্যপ্রাচ্যের সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে মার্কিন বিমান বাহিনীর হামলায় অন্তত ৫৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুলাই) দেইর আজ-যোরের বুকামাল শহরে এ হামলা হয়।
বার্তা সংস্থা এএফপি’র এ খবর প্রকাশ করেছে। বুকামাল শহরটি ইরাক সীমান্তে ইউফ্রেটিস নদীর অবস্থিত।