
সিরিয়া নিয়ে যৌথ পদক্ষেপসহ একাধিক আন্তর্জাতিক বিষয় নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
শনিবার ক্রেমলিন থেকে এই তথ্য জানানো হয় বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তাস’ এই খবর দিয়েছে।
ক্রেমলিনের বিবৃতি বলা হয়, ‘দুই নেতার মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। বিশেষকরে সিরিয়ার সঙ্কট সমাধানে লক্ষ্যে যৌথ পদক্ষেপ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট রেজুলেশন এবং আস্তানা চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনায় জোর দেয়া হয়েছে।’
এসময় সম্প্রতি নির্বাচনে জয়ী হওয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে আরো একবার অভিনন্দন জানান পুতিন।