
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আট জন নিহত এবং অন্তত একজন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলার কাদাই উপজেলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সদর হাসপাতাল পরিদর্শন করেছেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন।
এদিকে, তাৎক্ষণিকভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।

জানা গেছে, কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টংদোকান ডুবে যায়। ১০-১২ জন মিলে দোকানটিকে অন্যত্র সরিয়ে নিচ্ছিল। এ সময় পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তার ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানির ওপর পড়ে যান। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এরপর ওই তারটি কেটে ফেলা হয়। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আটজনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের প্রতিবেশী আবু বকর জানান, দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় আর্তচিৎকার শুনতে পাই। পরে গিয়ে দেখি আট জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।