
“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা”এ স্লোগান কে সামনে রেখে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ১৭ জুলাই মঙ্গলবার বেলা ৪ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত, মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে স্টলগুলো পরিদর্শন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন আক্তার বানু লাকী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। সভায় বক্তব্যের শুরুতে ফলদ বৃক্ষ মেলার প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খাজানুর রহমান ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জোবায়দুর রহমান(মামুন)।
মেলায় প্রচলিত-অপ্রচলিত ফলসহ বিভিন্ন ফলদ বৃক্ষের মোট ১৪ টি স্টল স্থান পেয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী দের মাঝে বিনামূল্যে প্রায় ১শ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।