
গাইবান্ধার সাদুল্লাপুরের ভাদগ্রাম থেকে উদ্ধারকৃত গুলিবিদ্ধ মরদেহটি ডাকাত সর্দার আইয়ুব আলীর। আজ ভোরে লাশ উদ্ধার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ভোরে পাওয়া গুলিবিদ্ধ অজ্ঞাত মরদেহটির পরিচয় পাওয়া গেছে।তার নাম আইয়ুব আলী ডাকাত,নিহত আইয়ুব আলী ডাকাত পলাশবাড়ী উপজেলার সাতার পাড়া গ্রামের মৃত মমতাজ আলীর পুত্র।ঘটনার স্থল থেকে কয়েকটি দেশীয় ছোরা উদ্ধার করেছে, এবং লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালের মর্গে প্রেরন করেছেন পুলিশ।
ইতি পূর্বে আইয়ুব আলী গ্রুপ ও কৈলাশ গ্রুপের মধ্যে দন্দে অপর গ্রুপের সর্দার কৈলাশ ডাকাত মারা যায় এবং কৈলাশের ভাই ভবেশ গুরুতর আহত হয়।এ ঘটনার জের ধরে আইয়ুব আলী ডাকাত নিহত হতে পারে বলে পুলিশ ধারনা করছে। আরো জানায়, নিহত ডাকাত সর্দার আইয়ুব আলীর নামে সাদুল্লাপুর, পলাশবাড়ী, গাইবান্ধাসহ বিভিন্ন থানায় খুন ও ডাকাতি সহ ১২/১৪ টি মামলা রয়েছে।