
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার কলেজ পাড়ার একটি আমগাছ থেকে ঝুলন্ত মৃত্যু অবস্হায় জুয়েল মিয়া(২৬)নামের যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।সে উক্ত গ্রামের শাহার আলীর ছেলে।
১৩ জুলাই নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পরিবার ও এলাকাবাসীর দাবী করেন নিজত যুবক জুয়েল নেশা করতো, অটো চালাইতো,কত কিছু দিন পৃর্বে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়,ইত্যাদি কারণে সে মানসিক রোগে ভুগতেছিলো।হতাশাগ্রস্হতা থেকেই গত রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়।রাতে বাড়িতে না ফেরায় পরিবার থেকে রাতে খুজাখুঁজি করা হয়। কিন্তু রাতে তাকে পাওয়া যায়নি।পরে আজ শুক্রবার সকালে আমগাছে ঝুলন্ত অবস্হায় তাকে দেখে পুলিশকে খবর দেয়। সকালে আমগাছ থেকে ঝুলন্ত মৃত্যু অবস্হায় থাকে উদ্ধার করে থানা পুলিশ। পবিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফনের ব্যবস্হা করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি বোরহানউদ্দিন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সাংবাদিদের জানান, আজ সকালে আমগাছ থেকে ঝুলন্ত মৃত্যু অবস্হায় জুয়েল(২৬) কে উদ্ধার করে পরিবারের কোন অভিযোগ না থাকায়, দাফনের জন্য তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।এজন্য তার পরিবারের পক্ষ থেকে থানা একটি সাধারণ ইউডি মামলা করা হয়েছে।