
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর হতে ডলার প্রতারণা চক্রের ০২ সদস্য র্যাব কর্তৃক গ্রেফতার করে। গতকাল ১০ জুলাই মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-১২ ও র্যাব-১৩, এর আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে সাদুল্যাপুর থানার গয়েসপুর দক্ষিণপাড়া এলাকা হইতে ডলার প্রতারণা চক্রের দুই সদস্য সাদুল্লাপুর উপজেলার গয়েসপুর গ্রামের মৃত কচু মিয়ার ছেলে ১। মোঃ খাজা মিয়া (৫৫), ও খাজা মিয়ার ছেলে ২। রাশেদ আকন্দ (২৮) কে গ্রেফতার করে র্যাব।
এখবর নিশ্চিত করে র্র্যাবের এসপি হাবিবুর রহমান হাবিব জানান, গ্রেফতারকৃত আসামীরা ডলার প্রতারণা চক্রের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। তাদের বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে। আসামীদেরকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।