
গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের গাছুরবাজারে একই পরিবারের তানভীর (৭)তাসির (৮) দুই সহোদর শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের গাছুরবাজার এলাকার ফুল বাবুর দুই ছেলে তানভীর (৭) ও তাসির (৮) বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামলে এ দুই সহোদর পানিতে ডুবে গুরুত্বর অসুস্থ্য হয়। আহতদদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স নিয়ে আসার পথে মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এরপর পরিবার পরিজন শিশু দুটিকে নিজ বাড়ীতে নিয়ে যান। একই সময়ে একই পরিবারের দুই সহোদর শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।