
নির্মাণাধীন বাড়ির গেটের ছাদ ধসে গাইবান্ধা জেলার সাঘাটায় হাকিম (২৮) নামে এক জনের মৃত্যু হয়। আজ ৬ জুলাই শুক্রবার সকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হাকিম একই গ্রামের মৃত সামাদ মিয়ার ছেলে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা নাগাদ হাকিম উদ্দিন নিজ বাড়ির নির্মানাধীন গেটে ঢালাই করা ছাদের সাটারিং এর বাঁশ খুলতে গেলে ছাদটি ভেঙ্গে তার শরীরের উপর পরে। এতে তিনি ছাদের নিচে চাপা পরেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।