
গাইবান্ধার সাঘাটায় ১৫০ পিস ইয়াবা সহ শাহজাহান ব্যপারী(২৮) ও মজনু মিয়া(২০) নামে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ৩০ জুলাই রাত্রি অনুমানিক ৮ টা ৪৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানাধীন ভুতমারা বাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন সময় মাদক ব্যবসায়ী ১। শাহজাহান বেপারী (২৮) পিতাঃ আবুল কাশেম বেপারী ও ২। মজনু মিয়া (২০) কে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।আসামি শাহজাহান ব্যাপারী মুদি দোকানের আড়ালে দীর্ঘ দিন হতে তার সহযোগী মজনু মিয়ার সহায়তা ইয়াবা বিক্রয় করে আসছিল।
ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ি ১।শাহজাহান ব্যাপারী (২৮) উপজেলার রাঘবপুর আদর্শগ্রামের আবুল কাশেম ব্যাপারীর ছেলে ও ২।মজনু মিয়া (২০) একই গ্রামের সলেমান ওরফে চুরুদ্দির ছেলে।
ডিবি পুলিশ সূত্রে আরো জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৬০ হাজার টাকা। উল্লেখ্য যে ১নং আসামী শাহজাহানের পুর্বে ১ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।এ ব্যপারে সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।