
গাইবান্ধা জেলার সাঘাটায় বাংলাদেশ আওয়ামীলীগ ৭নং হলদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ৭নং হলদিয়া স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ ৭নং হলদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজ ১২ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম এর সভাপত্বিত্বে ৭নং হলদিয়া স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এ উঠান বৈঠক প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন। ফুলছড়ি মূলত বন্যা দূর্গত এলাকা বর্তমানে এই অঞ্চলে পানি বিপদ সিমা অতিক্রম করেনাই তবে আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশ আওয়ামীলীগের প্রত্যেক নেতৃবৃন্দ নিয়ে পর্যবেক্ষন করছি আজকে আমরা হলদিয়া ইউনিয়নের চরাঞ্চলের প্রত্যেকটি মানুয়ের কাছে গিয়ে খোজ খবর নিচ্ছি। যদি বন্যার পানি বিপদ সিমা অতিক্রম করে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিগ্রস্থ মানুসের পাশে দারানোর জন্য মাননিয় প্রধানমন্ত্রি নির্দেশ দিয়েছেন । নির্দেশ মোতাবেক আমরা প্রস্তুত রয়েছি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দারনোর জন্য।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা আওয়ামীলিগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সাধারন সম্পাদক এ্যাড, এস এম সামশীল আরেফিন টিটু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।