
গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ওয়াপদা মাঠে ফুটবল খেলা নিয়ে ৫ জুলাই বিকালে স্থানীয় সাংসদের অনুসারী উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম মুকুলের সাথে ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে বিকেলে শফিকুল ইসলাম মুকুল বোনারপাড়া রেল স্টেশনে গেলে ওই ঘটনার জের ধরে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে যুবলীগ নেতা শফিকুল ইসলাম মুকুল উপর হামলা চালায়। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। গুরুত্বর আহত মুকুল কে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এই ঘটনায় সাঘাটায় ফুটানী বাজার এলাকায় হত্যাকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।