
গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে সদ্য প্রয়াত গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মানান মন্ডলের স্মরণে আজ ৬ জুলাই শুক্রবার বিকালে গাইবান্ধায় শহীদ মিনার প্রাঙ্গনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক সভাপতিত্বে শোকসভা ও মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্ত হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এ্যাড.আনিছুজ্জামান খান বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দু।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
সভা শেষে মরহুমের আত্মার শান্তি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।