
প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার নির্বাচিত ১০০ ভাষণ’ সংকলনটি সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের রেফারেন্স বই হিসেবে ব্যবহারের জন্য ২০১৪ থেকে ২০১৭ সালের উল্লেখযোগ্য ভাষণগুলো নেয়া হয়েছে এই সংকলনে৷
২৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে৷
নির্দেশনায় বলা হয়েছে,প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে দেয়া ভাষণগুলোর মধ্য থেকে বাছাই করা ১০০টি ভাষণের একটি পুস্তক প্রকাশ করা হয়েছে৷ ২০১৪ সাল থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত উল্লেখযোগ্য ভাষণ নিয়ে সংকলনটি সাজানো হয়েছে৷
সংকলনের নির্বাচিত ভাষণগুলোতে প্রধানমন্ত্রীর উন্নয়ন চিন্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন এবং জনকল্যাণমূখী কর্মসূচি বা পরিকল্পনার পরিচয় পাওয়া যাবে৷
সাড়ে ৫০০ পৃষ্ঠার এই সচিত্র সংকলনটি ঢাকার বাংলাবাজারের জিনিয়াস পাবলিকেসন্স প্রকাশ করেছে বলে মাউশি জানায়৷ গত ৮ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেয়ার পর এই বইটি বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়েরেফারেন্স বই হিসেবে সংগ্রহ করার নির্দেশনা দেয় মাউশি৷
‘নির্দেশনা ছাড়া কিছু হয়না তাই হয়তো নির্দেশনা দেয়া হয়েছে’
মাউশির সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস বলেন,‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা এ সংক্রান্ত আদেশের দু’টি চিঠি পেয়েছি৷ সেই চিঠির আলোকেই আমরা নির্দেশনা জারি করেছি’৷ তবে এটা সংগ্রহ এবং পাঠ বাধ্যতামূলক কিনা এবং এটা সিলেবাসের অন্তর্ভূক্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে’৷
মাউশির পরিচালক অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রীর দেয়া ১০০ ভাষণের সংকলনটি কিভাবে সবখানে পৌঁছে দেয়া যায়, সেই চেষ্টার অংশ হিসেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই চিঠি দিয়েছি৷ সংকলনটি রেফারেন্স হিসেবে সংগ্রহের অনুরোধ করেছি, যাতে সংকলনটি পড়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা, উন্নয়ন দর্শন, রাজনৈতিক দর্শন সম্পর্কে জানতে পারে’৷
‘লক্ষ্য করেছি শেখ হাসিনার ভাষণে বেশকিছু বিষয় থাকে’
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘এটা ঐচ্ছিক৷ কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিনতে পারে, না-ও কিনতে পারে,সেটা তাদের ইচ্ছা৷ আমরা শুধু অনুরোধ করেছি৷ এটা কোনো সিলেবাসের অন্তর্ভূক্ত বা পাঠ্যপুস্তক নয়৷ রেফারেন্স বই’৷
এ প্রসঙ্গে শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন,শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেশেখ হাসিনার ভাষণের সংকলন রেফারেন্স বই হিসেবে সংগ্রহের যে নির্দেশ দেয়া হয়েছে, তাকে আমি স্বাগত জানাই৷ এর কারণ হলো, আমরা লক্ষ্য করেছি, শেখ হাসিনার ভাষণে বেশকিছু বিষয় থাকে৷ চলমান পরিবেশ, পরিস্থিতি প্রভৃতি বিষয় থাকে৷
এই ভাষণগুলো পড়লে চলমান পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া যায়৷ এগুলো জানা দরকার৷ আজকের কিশোর এবং তরুণরা চলমান বিষয় থেকে বিচ্ছিন্ন৷ তাই এই উদ্যোগকে আমি স্বাগত জানাই৷
আরেকজন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন,দেশে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের চিন্তাভাবনা অবশ্যই আমরা জানতে পারি৷ এটুকু বলতে পারি৷
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দেশ না দিলেতো কিছু হয় না৷ দেশের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা ছাড়া কিছু হয়না৷ তাই হয়তো নির্দেশনা দেয়া হয়েছে৷