
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ভয়াবহ দুঃসময়ের মধ্যেই পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হয়েছে হোয়াইটওয়াশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আরো দুর্দশার মধ্যে পড়েছেন সাকিব-তামিম-মুশফিকরা। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো লেজেগোবরে অবস্থা টাইগারদের। না বল হাতে, না ব্যাট হাতে—কোনো দিক দিয়েই ভালো করতে পারেনি সাকিবরা। তাই অ্যান্টিগা টেস্টে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৩ রানে। টেস্টে এটাই বাংলাদেশের সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড। যে উইকেটে বাংলাদেশ এমন দুর্দশার মাঝে পড়েছে, সেখানেই উইন্ডিজ ব্যাটসম্যানরা দেখিয়েছেন দুর্দান্ত দাপট। ক্রেইগ ব্রেথওয়েটের শতকে ভর করে স্কোরবোর্ডে জমা করেছে ৪০৬ রান। বল হাতে নিষ্প্রভ হয়ে ছিলেন বাংলাদেশের বোলাররা।
একমাত্র ব্যাটসম্যান হিসেবে নুরুল হাসান সোহান কিছুটা দৃঢ়তা দেখিয়েছেন। ৭৪ বলে ৬৪ রান করে অন্য ব্যাটসম্যানদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ভালো কিছু করা একেবারেই অসম্ভব ছিল না। অবশ্য অন্য ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার দলে।