1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অন্ধকার কাটছে আলোয়, নিরাপত্তা বাড়ছে প্রযুক্তিতে। পলাশবাড়ী পৌরসভায় সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম জোরদার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কোচিং মাফিয়াদের উপদ্রবে শিক্ষাব্যবস্থা আজ গভীর এক নৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটে দাঁড়িয়ে। গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা : ৬ জন গ্রেফতার পলাশবাড়ী দুবলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকচাপায় ঘুমন্ত হেলপার নিহত, চালক পলাতক তারাগঞ্জের কুর্শায় বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকারের গণসংযোগ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না : ডা. শফিকুর রহমান ভারতে পলাতক হাসিনাকে প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ

রাসিক নির্বাচন শুধু রাজনীতি করেই কোটিপতি লিটন-বুলবুল, বেড়েছে স্ত্রীর সোনা-গয়নাও

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

শুধু রাজনীতি করেই অস্বাভাবিক সম্পদ ও আয় বেড়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নেওয়া বড় দুই দলের প্রার্থী আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের।

লিটন আইন পেশা থেকে কোনো আয় না থাকলেও গত পাঁচ বছরে সম্পদ বেড়েছে। আর মেয়র থাকার সময় আয় বেড়েছে বুলবুলের।

এ দুই প্রার্থী নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছেন, তা পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হলফনামায় দেওয়া তথ্যমতে, মেয়র প্রার্থী লিটনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিএ)। পেশা আইনজীবী হলেও এ খাত থেকে তার কোনো আয় নেই। তবে আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামেই তার জমা আছে এক কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা। এর আগে ২০১৩ সালের সিটি নির্বাচনের সময় লিটনের নামে ব্যাংকে জমা ছিল মাত্র ৫৮ হাজার টাকা। তারও আগে ২০০৮ সালের নির্বাচনে লিটনের হলফনামায় বার্ষিক আয় দেখানো হয়েছিল দুই লাখ ৪৪ হাজার টাকা। মেয়র থাকাকালে লিটনের নামে দুই লাখ টাকা দামের নিজের নামে একটি গাড়ি ছিল। তবে এখন রয়েছে তার ৩৬ লাখ টাকা দামের গাড়ি।

২০১৩ সালে স্ত্রীর কোনো স্বর্ণ না থাকলেও এখন হয়েছে ৫০ ভরি। লিটন ২০০৮ সালে আইন পেশা থেকে বার্ষিক আয় দেখান ৬০ হাজার টাকা। তবে ২০১৩ সালের সিটি নির্বাচনের হলফনামায় আইন ব্যবসা পেশা হিসেবে দেখালেও এই খাত থেকে তার কোনো আয় দেখানো হয়নি। এবারের হলফনামাতেও তেমনটিই করা হয়েছে।

দাখিল করা হলফনামার সম্পদ বিবরণীতে লিটন গৃহসম্পত্তি থেকে পাঁচ লাখ ৫২ হাজার ৫০০ টাকা, কৃষি খাত থেকে ১৬ লাখ, ব্যবসা থেকে ১২ লাখ, মূলধনি লাভ চার লাখ ২৩ হাজার ৮০ এবং অন্যান্য উৎস থেকে ১৯ লাখ নয় হাজার ৭০৮ টাকার বার্ষিক আয় দেখান। লিটনের নিট সম্পদের পরিমাণ দুই কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ১৫১ টাকা।

সম্পদের ব্যাপারে এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমার যে সম্পদ, তার সবটুকুই বৈধ উপায়ে অর্জিত এবং সম্পদের আয়কর যথাযথভাবে পরিশোধ করেছি।’

অন্যদিকে, হত্যাসহ ১২টি মামলার আসামি বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পেশা ব্যবসা। হলফনামা অনুযায়ী, ২০১৩ সালে নির্বাচনের সময় তার ছিল ছয় লাখ ৬৫ হাজার টাকা। তবে গেল পাঁচ বছরে তা বেড়ে হয়েছে ৪২ লাখ ৩০ হাজার টাকা। যদিও মাছ চাষ করে বছরে তার আয় মাত্র ছয় লাখ টাকা। বুলবুলের নিজের আছে ২৫ ভরি স্বর্ণ। তার নিজের কোনো বাড়ি নেই। তবে হিসাব করে দেখা যায়, ২০১৩ সালের চেয়ে এবার বার্ষিক আয় প্রায় সাড়ে ১১ গুণ বেড়েছে সদ্যবিদায়ী মেয়র বুলবুলের। বেড়েছে স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণও।

হলফনামা থেকে জানা গেছে, ২০১৩ সালের নির্বাচনে মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় বার্ষিক আয় দেখান এক লাখ ৯২ হাজার টাকা। এবারের হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ২১ লাখ ৫৭ হাজার ২৬০ টাকা। এই বার্ষিক আয় মেয়রের দায়িত্বে থাকা সম্মানী থেকে আসত বলে বুলবুল তার হলফনামায় উল্লেখ করেছেন।
বুলবুল বলেন, ‘মেয়রের দায়িত্ব পালনের সম্মানী থেকে আমার এ বার্ষিক আয়। আগের বছর তো মেয়র ছিলাম না। স্বাভাবিকভাবেই মেয়রের সম্মানীর ভাতা পাওয়ায় আয় কিছুটা বেড়েছে। এই আয় সম্পূর্ণ বৈধ উপায়ে অর্জিত এবং এর আয়কর যথাযথভাবে পরিশোধ করেছি।’

আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশনের ভোট গ্রহণ। এখন নির্বাচনি প্রচার-প্রচারণা তুঙ্গে। ভোটাররাও মিলিয়ে নিচ্ছেন তাদের রাজনীতির হিসাবের খাতা। এ হিসাবের ফলাফল জানা যাবে ২৬ দিন পরেই।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft