1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক সেলিম আর নেই সাদুল্লাপুরে জামিনে এসে বাদী পরিবারে হামলা-অগ্নিসংযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-সেনাবাহিনী-ফায়ার সার্ভিস কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রের অঙ্গীকার করলেন এটিএম আজহারুল ইসলাম স্পেনে বেকারত্ব নেমেছে ১০ শতাংশের নিচে রংপুরে খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু নির্বাচনে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে: সেনাবাহিনী প্রধান অন্ধকার কাটছে আলোয়, নিরাপত্তা বাড়ছে প্রযুক্তিতে। পলাশবাড়ী পৌরসভায় সড়ক বাতি ও সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম জোরদার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কোচিং মাফিয়াদের উপদ্রবে শিক্ষাব্যবস্থা আজ গভীর এক নৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটে দাঁড়িয়ে। গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা : ৬ জন গ্রেফতার

রাষ্ট্রপতির মেয়াদ বাড়ানোয় ফের ভেস্তে গেল দক্ষিণ সুদানের শান্তি আলোচনা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ জুলাই, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

 

দক্ষিণ সুদানের আইনসভা রাষ্ট্রপতির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত বাড়ানোর প্রতিক্রিয়ায় দেশটির গৃহযুদ্ধের ব্যাপারে সপ্তাহজুড়ে চলমান শান্তি আলোচনা ভেঙ্গে পড়েছে। কারণ সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখারের সমর্থনকারী দলটি তাকে পুনর্বহালের জন্য যে চুক্তি করেছে তা প্রত্যাখান করেছে।

সাম্প্রতিক সময়ে ভুল বোঝাবুঝি এবং দুর্বল প্রভাবের কারণে ঐক্যমতে পৌছানোর প্রক্রিয়া ফের বিভক্ত হয়ে পড়েছে। দুই সপ্তাহ পূর্বে হওয়া ঐক্যমতের ভিত্তিতে যুদ্ধবিরতি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভেঙ্গে পড়ে। ডয়েচে ভেলের বরাতে জানা যাচ্ছে, আলোচানা চলমান থাকা অবস্থায় ৪ জুলাই ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধ নিয়ে চুক্তির ব্যাপারে সন্দেহ নিয়েই নেতারা আলোচনা ত্যাগ করেন।

মনে হচ্ছে বিদ্রোহীরা আলোচনা থেকে আরো বেশি কিছু আশা করতেছে, যেমন প্রাতিষ্ঠানিক সমন্বয় যা রাষ্ট্রপতি ‍সালভা কীরের ক্ষমতার ভিত্তিকে পরীক্ষা করে দেখবে।

রয়টার্সের খবর অনুযায়ী সবচেয়ে বড় বিদ্রোহী গ্রুপের মুখপাত্র পৌক বোথ বালৌয়াং বলেন, ‘আলোচনায় আমরা প্রথম ভাইস প্রেসিডেন্টের অবস্থানের জন্য দায়ী নই। আমরা বেশি দৃষ্টি দিচ্ছি অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক দিকে একই সাথে কীরের শাসন ব্যবস্থার নির্বাহী এবং বিচার বিভাগের দিকে।’

এদিকে ১১ জুলাই দক্ষিণ সুদানের আইনসভা কীরের রাষ্ট্রপতিত্বের মেয়াদ আরো ৩ বছর বাড়ানোর জন্য ভোট দেয়, ফলে তিনি ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। এই বর্ধিতকরণ ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় আইন প্রণেতাগণ এবং গভর্ণরদের জন্যও প্রযোজ্য হবে। সমালোচকগণ বিশ্বাস করেন যে, এটা ইতিমধ্যেই ভঙ্গুর শান্তি আলোচনাকে আরো নিচের দিকে ঠেলে দেবে। তবে আইনসভার তথ্য কমিটির চেয়ারম্যান পল ইউআনি বোনজু বলেন, এই আইন আলোচনার ভিত্তিতে ‘সরকারকে আরো শক্তিশালী করবে।’

১০ জুলাই জাতিসংঘ ঘোষণা দেয় যে, এই বছরের এপ্রিল এবং মে মাসে সরকার কর্তৃক আক্রমনে ২৩১ জন বেসামরিক জনসাধারণ হত্যা এবং গণহারে ধর্ষন যুদ্ধ অপরাধের সামিল হতে পারে। শুক্রবারে জাতিসংঘের নিরাপত্তা কমিটি দেশটির উপর একটি অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে। ২০১৩ সাল থেকে চলমান গৃহ যুদ্ধে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে এবং অনেকে তাদের ঘরবাড়ি হারিয়েছ।

প্রসঙ্গত, সুদান থেকে স্বাধীনতা পাওয়ার দুই বছরের মাথায় ২০১৩ সালের শেষ দিকে গৃহযুদ্ধের আবর্তে জড়িয়ে পড়ে দক্ষিণ সুদান। এতে দেশটির এক কোটি ২০ লাখ জনসংখ্যার এক-তৃতীয়াংশ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। দিনকা গোষ্ঠীর সদস্য প্রেসিডেন্ট কির ও তার সাবেক ডেপুটি নুয়ের গোষ্ঠীর সদস্য রিয়েক মাখারের মধ্যে দ্বন্দ্ব থেকেই গৃহযুদ্ধ শুরু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft