
মার্কিন নির্বাচনে কারচুপির অভিযোগে রুশ নাগরিকদের অভিযুক্ত করা যৌক্তিক নয়।বিশ্বের কোনো দেশের নির্বাচনে রাশিয়া কখনো হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক এই বৈঠকে শেষে এসব কথা বলেন তিনি।বৈঠকের শুরুতে এই দুই নেতা হ্যানশেক করে কুশল বিনিময় করেন এবং সফলভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য ট্রাম্প পুতিনকে ধন্যবাদ জানান।
বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে ১২ রুশ নাগরিককে অভিযুক্ত করেছে মার্কিন আদালত। ওই নির্বাচনে রুশ নাগরিকরা ট্রাম্পের পক্ষে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ট্রাম্প আগেই জানিয়েছেন, তিনি ইস্যুটি নিয়ে আলোচনা করবেন। তবে এই বৈঠকের নির্দিষ্ট কোনও আলোচ্যসূচি নেই। আর রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য সংলাপ এগিয়ে নিয়ে যাবে।