
রংপুর নগরের হাজীরহাট আকিজ কোম্পানির সামনের সড়কে বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
রোববার সকাল ৭টায় হাজীরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত একটি অটোরিশকাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।