
পরিকল্পনা অনুযায়ী পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় দুটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ হজের এই বিশেষ ফ্লাইট দুটি বাতিল করে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় শুক্রবারের ২টি হজ ফ্লাইট বিজি ১০৪৫ এবং বিজি ৭০৪৫ বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে করে বিমানের ক্যাপাসিটি লস হবে।
তিনি বলেন, ‘সকাল ৬টা ৫ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটের এই ফ্লাইট বাতিল করে।’
উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ যাত্রী বহন করবে এবং একইভাবে সৌদি এয়ারলাইন্স বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবে।
৬৩ হাজার ৫৯৯ যাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭ হাজার ১৯৮ যাত্রী। বাকি ৫৬ হাজার ৪০১ যাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, দুই মাস ধরে শিডিউলসহ মোট ৩৫৯টি ফ্লাইট পরিচালনা করছে, যার মধ্যে ২৯৮ ডেডিকেটেড এবং ৬১টি শিডিউল ফ্লাইট। গত ১৪ জুলাই থেকে শুরু হয়ে ১৫ আগস্ট পর্যন্ত মোট ১৮৭টি ফ্লাইট সৌদি আরবে যাবে (ডেডিকেটেড-১৫৫ এবং শিডিউল-৩২)।সূত্র-আরটিএনএন