
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার খোঁজ পেয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সেখান থেকে ২০টি বন্দুক, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরাঞ্জামাদি উদ্ধার করা হয়। সহ দুজনকে আটক করা হয়। এঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার নিতানুর রহমান জানান, গ্রেপ্তার দুইজন হলেন দুইজনের নাম আব্দুল হাকিম ও শহিদুল্লাহ। এরই মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
র্যাব কোম্পানি কমান্ডার মেহেদী হাসান জানান, রাতে দ্বীপ উপজেলা মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র্যাশবের একটি দল সেখানে অভিযানে যায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় তারা।
র্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এসময় ২০টি বন্দুক, গুলি ও অস্ত্র তৈরির সরাঞ্জামাদি উদ্ধার করা হয়।