
তিন সিটি নির্বাচন নিয়ে বিএনপির করা অভিযোগগুলোকে ‘পূর্ব পরিকল্পিত’ দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোট নিয়ে বিএনপি যেসব অভিযোগ করছে তা তারা আগে থেকেই সাজিয়ে রেখেছিল। অনিয়ম নিয়ে বিএনপির সব অভিযোগ পূবপরিকল্পিত।’
সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিন সিটি নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে নিজেরাই গোলযোগ তৈরি করে আগামী জাতীয় নির্বাচনের জন্য ইস্যু তৈরির কৌশল হিসেবেই ভোট বর্জনের ডাক দিয়েছে।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি নির্বাচনে চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটিয়ে জাতীয় নির্বাচনের জন্য ইস্যু সৃষ্টির অংশ হিসেবে নির্বাচন বর্জনের কৌশল গ্রহণ করা।