
ভারতে আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বহুজান সমাজবাদি পার্টি(বিএসপি)-র প্রেসিডেন্ট মায়াবতীই হবেন সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। ১৬ জুলাই সোমবার বিএসপি-র পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
দলটি বলেছে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্খা পূরণ হবে না, কেননা ‘তাঁর মা বিদেশিনী’।
লোকসভা নির্বাচনকে ঘিরে বিএসপি-র নীতি-নির্ধারণী এক সম্মেলনে সোমবার এ মন্তব্য করা হয়েছে।বিএসপি-র ন্যাশনাল কো-অর্ডিনেটর বীর শিং এবং জয় প্রকাশ ওই মন্তব্য করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস