
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ২২ জুলাই রোববার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুল হক চৌধুরী ডিউক, কৃষকদলের জেলা সভাপতি ইলিয়াস হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রওনক, গোবিন্দগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিপন মিয়া, সুন্দরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের গোলাম আজম, সাঘাটা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাহারুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি চিশতী তৌহিদ সৌরভ, আল আমিন, শাহজালাল সরকার প্রমুখ।