
গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের এমপি ডাঃ ইউনুস আলী সরকার বলেছেন, বিগত ৩৬ বছরে এলাকার যে উন্নয়ন হয়নি বর্তমান সরকার আমলে মাত্র ৪ বছরেই তার চেয়ে অধিক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিকল্প নেই। তিনি গতকাল রোববার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপির দিঘলকান্দি হতে সুলতানপুর বাড়াইপাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন কালে এ কথা বলেন। এছাড়াও এমপি বেংগুলিয়া হতে গোপালপুর রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এসময় এমপির সফর সঙ্গি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তাহাজ্জত হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনি উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। সবশেষে তিনি পলাশবাড়ী সরকারী কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় বালকদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রানারআপ হয়েছে ঝাপর সরকারী প্রাথমিক বিদ্যালয়। বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভার:) আরিফ হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহীশ শাফি, উপজেলা আওয়ামী সাধারন সম্পাদক শামিকুল ইসলাম লিপন, সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব প্রমুখ।