
বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাংলাদেশেও তিনি বেশ পরিচিত। টালিউডের বড় পর্দা কিংবা ছোট পর্দা, সবখানেই তিনি আলো ছড়িয়েছেন। এবার তাকে দেখা যাবে বাংলাদেশের ছোট পর্দায়। এ দেশের একটি টেলিফিল্মে অভিনয় করতে চলেছেন শ্রীলেখা।
টেলিফিল্মের নাম ‘দার্জিলিংয়ের ভালোবাসা’। খায়রুল বাশার নির্ঝরের রচনায় এটি পরিচালনা করবেন রাশেদ রাহা। এরই মধ্যে পরিচালকের সঙ্গে শ্রীলেখার চূড়ান্ত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহেই শুরু হবে টেলিফিল্মটির শুটিং।
এদিকে দীর্ঘ ৯ বছর পর টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন শ্রীলেখা। কলকাতায়ও তিনি এতো দিন ছোট পর্দার অভিনয় থেকে দূরে ছিলেন। ‘দার্জিলিংয়ের ভালোবাসা’ টেলিফিল্মে কাজ করা প্রসঙ্গে জানালেন, বাংলাদেশে অসংখ্য ভক্ত-অনুসারী আছেন, যারা আমার কাজ পছন্দ করেন। আমি টেলিভিশনে কাজ করছি না অনেক দিন। আর কলকাতার বাংলা ছবিও ওখানে মুক্তি দেয়া হয় না। তাই কাজটি করতে রাজি হয়েছি। যাতে বাংলাদেশের দর্শকরা আমাকে দেখার সুযোগ পান। তাছাড়া এই গল্পটাও একটু আধুনিক মনে হয়েছে।